মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সন্যাসীচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রিনয় গ্রি এর স্ত্রী স্মৃতি রানী (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে জানা গেছে।
শিবচর উপজেলার চর কমলাপুর নামক এলাকার বিন্দাবন মেয়ে স্মৃতি রানী।
এব্যাপারে নিহতের বড় বোন ইতি রানী বলেন, স্মৃতিরানী আমার ছোট বোন, চার বছর আগে আমার বোনের সাথে সম্পর্ক করে বিয়ে করেন রিনয় গ্রি, কিন্তু সে আমার বোনকে বিয়ের পর থেকেই একই উপজেলার অন্য একটি মেয়ের সাথে পরকিয়া করছে। তাই নিয়ে সংসারে ঝগড়াঝাটি হত, আমার বোনকে একাধিক বার এ বিষয় নিয়ে মারধরও করে। রিনয় গ্রি যে মেয়ের সাথে পরকিয়া করতো, আমার বোনের কাছে বিষয়টি জানতে পারলে ওই মহিলার ঠিকানায় বাসায় যাই, কিন্তু তাকে বাসায় না পেয়ে তার বোন ও বাড়ীওয়ালার কাছে বিষয়টা অবগত করি। এই খবর আমার বোন জামাই জানতে পায়। এনিয়ে আমার বোনকে মারধর করে, হত্যার হুমকি দেয়। এরই জের ধরে আজকে আমার বোন মারা যায়। আমি আমার বোনের সঠিক বিচার চাই।
শিবচর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোকতার হোসেন বলেন, নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ ময়নাতদন্ত করতে মাদারীপুর পাঠিয়েছি. ময়নাতদন্ত শেষে বিষয়টি খতিয়ে দেখবো।
এআই