এইমাত্র
  • রায়েরবাজারের জোড়া খুনের আসামি পিঞ্জিরা রাব্বি গ্রেপ্তার
  • পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ১৫ জন নিহত
  • বরগুনায় ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার
  • ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার
  • শুভ বড়দিন আজ
  • ‘খ্রিষ্টান সম্প্রদায়সহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে’
  • বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম আটক
  • 'আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে' মন্তব্যটি ভুয়া
  • মিরপুরে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • মিয়ানমার থেকে অনুপ্রবেশের শঙ্কায় সর্বোচ্চ সতর্ক বাংলাদেশ
  • আজ বুধবার, ১১ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

    লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

    গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানান তিনি। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান রফিকুল আলম।

    তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ১২১ জন অভিবাসী বহনকারী একটি নৌকা গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করে এবং কমপক্ষে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সঙ্গে বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদের নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে আট বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যেও ৩২ বাংলাদেশি রয়েছেন।

    মুখপাত্র জানান, জীবিতদের বর্তমানে ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে এবং মরদেহগুলো জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে। ওই নৌকাডুবিতে যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

    তিনি বলেন, এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে আমাদের এিপলিতে অবস্থিত দূতাবাস কাজ করছে। দূতাবাসের কর্মকর্তারা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি আদায় করে বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…