সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল, বড়লেখা, জুড়ী সহ মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
এতে জেলার সাতটি উপজেলায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর ৩৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এবং ৮৯ টি পরীক্ষা কক্ষে ১৯৯ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। পরীক্ষার সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য ১০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
অভিভাবক বদরুর রহমান চৌধুরী বলেন, প্রেরণা কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষার সিস্টেম গুলা আমার কাছে অসাধারণ লেগেছে, তাছাড়াও বাচ্চারা খুবই উৎসাহিত। আমার মনে হয় এর আগেও অনেকগুলা মেধাবৃত্তিক পরীক্ষা হয়েছে কিন্তু এত সুশৃংখলভাবে পরীক্ষা হয়েছে বলে আমার মনে হয় না। এটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তাদের পরিবেশ বা তাদের শৃঙ্খলা বিধি গুলো অসাধারণ। আর বাচ্চারও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পরীক্ষা দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে তারা এভাবে আয়োজন করবেন, আমি তাদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুর আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ মু. শেরুজ্জামান, পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব,ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ও ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী জেলা সমন্বয়ক মোঃ ইয়ামির আলী, সদস্য সচিব সীতাব আলী।
সম্মিলিত মেধা পুরস্কার হিসেবে থাকছে ১ম পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৮ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ৩য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৬ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট। শ্রেণি ভিত্তিক মেধার
ক্রমানুসারে পরবর্তী ১৭ জনকে নগদ ২ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। সম্মিলিত মেধা তালিকার ২০ জনের বাহিরে প্রত্যেক উপজেলায় শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মেধার ক্রমানুসারে ১০ জনকে নগদ ১ হাজার টাকা দেওয়া হবে।
এমআর