ভোলায় কোষ্টগার্ডের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান হাতবোমাসহ ৬ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ (স্টাফ অফিসার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- মো. মফিজুল হক মজু (৬২), মো. শাকিল (২৬), মো. মোবারক (৩৮), মো. ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২) ও মো. সিকান্দার (৬৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত চর এলাকায় জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্রে দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা, ৪টি চাইনিজ কুড়াল, ১টি হকস্টিক, ১টি নুন চাকু, ৪টি চেইন চাবুক, এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও আটককৃত সন্ত্রাসীদের নামে ভোলায় সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান কোষ্টগার্ড। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এআই