টানা দুদিন পর মানিকগঞ্জের আকাশে সূর্যের দেখা মিলেছে। বেড়েছে তাপমাত্রাও। কুয়াশা না থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ।
শনিবার (০৪ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যেতে থাকে। সকাল ৯টার পর দেখা মেলে সূর্যের। ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে থাকে জনজীবন।
পৌষের প্রথম ভাগে তেমন শীত অনুভূতি না হলেও নতুন বছরের প্রথম দিন থেকেই ঘন কুয়াশা ও তীব্র শীত জেকে বসেছিল সারাদেশে।
মানিকগঞ্জের আরিচা আবহাওয়া অফিস সূত্রমতে, আজ দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন রোববারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মানিকগঞ্জের আরিচায় অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাসেল শাহ্ বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে দুপুর নাগাত সূর্যের আলো বাড়ার সাথে সাথে তাপমাত্রা ও বাড়বে।
তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার ৯ জানুয়ারি দিকে ঘনকুয়াশা পড়তে পারে সেই সাথে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
এআই