এইমাত্র
  • ছাগলকাণ্ডের মতিউরের আরো ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের ৩ মামলা
  • পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা ক্ষতিপূরণ পাচ্ছেন ৭৫ কোটি টাকা
  • বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
  • বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি
  • মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি
  • সিএনজি থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • কেউ সচেতন ভাবে কাজ করতে আসে না, তারা আসে ফায়দা লুটতে: প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র
  • শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ
  • বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন পলককে আদালত
  • সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা
  • আজ মঙ্গলবার, ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    নাটোরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

    নাটোরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

    নাটোরের গুরুদাসপুরে গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি উদ্ধার করেছে গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির পরিবেশকর্মীরা।

    শনিবার (৪ জানুয়ারি) উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা এলাকায় গুলিবিদ্ধ হয়ে একটি বাগানে পাখিটি পড়ে ছিলো। স্থানীয়রা পরিবেশকর্মীদের খবর দিলে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

    গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, শনিবার সকালে স্থানীয়রা গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি পড়ে আছে একটি বাগানে এমন খবর দেয়। তৎখনাত ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে খবর দেওয়া হয়। দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সমাজসেবকদের উপস্থিতিতে পাখিটি হস্তান্তর করা হয়েছে। পাখি শিকার বন্ধে পরিবেশকর্মীরা সকল ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

    তিনি আরো বলেন, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। তাদের গায়ের রং খয়েরি, ডানায় হালকা বাদামি ছোপ থাকে। মুলত জলাশয় কিংবা নদ-নদীর কিনারে তাদের সাক্ষাৎ মেলে। একাকী অথবা ছোট দলেও নজরে পড়ে। ভুবন চিল দেশের বিভিন্ন জেলা পর্যায়ে খুবই বিরল। এ প্রজাতির অন্য পাখিদের মত খুব হিংস্র নয়। মাছই ভুবন চিলের প্রধান খাদ্য। গুলিবিদ্ধ পাখিটিকে অন্য পাখি মনে করে কোন শিকারি গুলি করেছিলো।

    এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়নের সমাজসেবক রাকিবুর রহমান রাজা, স্বপন খান রাকিব, তপু তালুকদার, আল আমিন, রতন আলী, মোতালেব হোসেনসহ আরো অনেকে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…