এইমাত্র
  • ছাগলকাণ্ডের মতিউরের আরো ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের ৩ মামলা
  • পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা ক্ষতিপূরণ পাচ্ছেন ৭৫ কোটি টাকা
  • বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
  • বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি
  • মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি
  • সিএনজি থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • কেউ সচেতন ভাবে কাজ করতে আসে না, তারা আসে ফায়দা লুটতে: প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র
  • শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ
  • বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন পলককে আদালত
  • সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা
  • আজ মঙ্গলবার, ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী গরুর গাড়ী দৌড় প্রতিযোগিতা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

    চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী গরুর গাড়ী দৌড় প্রতিযোগিতা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

    কালের বিবর্তনে গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য গরুর গাড়ি। সেই সাথে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও। দ্বিতীয় বারের মত গ্রাম বাংলার সেই ঐতিহ্যকে লালন করতেই এবং নতুন প্রজন্মকে জানান দিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা-ঘোষনগর গ্রামবাসীর আয়োজনে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়েছে।

    শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধা পর্যন্ত গরুর গাড়ির এই দৌড় প্রতিযোগিতা চলে।

    গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানটি উপভোগ করতে দেখা যায় হাজার হাজার নারী, পুরুষ, শিশুদের উপস্থিতি। গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় মানুষের মধ্যে এক ধরণের সাজ সাজ রব আর উৎসবের আমেজ সৃষ্টি হয়। গরুর গাড়ীর প্রতিযোগিতাটি এলাকায় আনন্দ মেলায় রুপ নেয়। রাস্তার দু’ধারে ও আশেপাশের স্টলগুলোতে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিল। স্টলগুলোর কারণে খেলায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।

    দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আশেপাশের জেলা থেকে ৫০ টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার সকাল থেকে এ খেলা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। খেলা শুরুর আগে থেকে হাজার হাজার দর্শক মাঠে জড়ো হয়। এলাকার রাস্তাগুলোতে নারী-পুরুষ ও শিশুদের ছিল উপচে পড়া ভিড়। এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় মেয়ে-জামাই ও দুর-দুরান্তের আত্মীয়-স্বজনেরা এক-দু’দিন আগেই চলে আসায় এলাকায় যেন ঈদের উৎসবের আমেজ সৃষ্টি হয়।

    প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী গাড়িয়ালকে একটি খাসি ছাগল এবং দ্বিতীয় স্থান অধিকারী গাড়িয়ালকে একটি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়। খেলাটি উদ্বোধন করেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সহ-সভাপতি লে.কর্ণেল (অব:) গোলাম মঞ্জুর সিদ্দিকী মিলন ও সাধারন সম্পাদক শাহজান আলী।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আলতাব হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি খাদিমুল হক খোকন ও সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা কৃষদলের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব সানোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের সভাপতি পদ প্রত্যাশী ইউনুস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, বিএনপি নেতা সুমন হোসেন, শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…