সাভারের হেমায়েতপুরে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মো. রমজান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মোশাররফ হোসেন নামের কথিত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
রাতে মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন।
শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন ঢাকা জেলা আন্তঃট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন। তবে তার কোন পদ-পদবী তথ্য পাওয়া যায়নি। তিনি সাভারের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে।
অন্যান্য আসামিরা হলেন- মোশাররফ হোসেনের গাড়ি চালক মো. লিটন (৩০), একই এরাকার মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে মো. রাকিব হোসেন (৩০) ও মো. সজল (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন।
ভুক্তভোগী ব্যবসায়ী রমজান মিয়া সাভারের হেমায়েতপুরের মৃত হোসেন আলী খাঁনের ছেলে। তিনি গ্লোব কোম্পানির পরিবেশক হিসাবে ব্যবসা করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রমজান মিয়া সাভারের হেমায়েতপুর এলাকায় মোরছালিন ভ্যারাইটিস স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন। বেশ কিছুদিন যাবৎ মোশাররফ হোসেন ও তার বাহিনী ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
দাবিকৃত চাঁদা না দিলে গত ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে রমজানকে মোশাররফের অফিসে তুলে নিয়ে যায় তার বাহিনী। পরে দাবিকৃত চাঁদা চেয়ে বেধড়ক মারধর করে। এসময় রমজানের পকেটে থাকা ব্যবসার ১ লাখ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় মোশাররফ। বাকি ১ লাখ টাকার জন্য হেমায়েতপুরের গ্রীন সিটি সংলগ্ন মোশাররফ হোসেনের ব্যক্তিগত অফিসের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে পিঠমোড়া দিয়ে বেধে রাত ২টা পর্যন্ত লোহার রড ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে ব্যাপক আহত করে। পরে মোশাররফ তার হাতে থাকা অস্ত্র বের করে আমার পাশে গুলি করে এবং তারা হেমায়েতপুর ভাঙা ব্রিজের পাশে রমজানকে ফেলে চলে যায়। এঘটনায় স্থানীয়দের সহায়তায় তার ভাই রমজানকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শনিবার বিকেলে মোশাররফসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়েন করেন ভুক্তভোগী রমজান। মামলা দায়েরের পর হেমায়েতপুরে অভিযান পরিচালনা করে বিএনপি নেতা দাবি করা মোশাররফকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, সাভারের হেমায়েতপুরে অভিযান পরিচালনা করে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। মোশাররফের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্রের ব্যাপারে মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এআই