কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভিন্ন এলাকায় শীতের রাতে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।
শনিবার (০৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া ও কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ানগর এলাকায় শীতের রাতে ঘরে ঘরে গিয়ে শীতার্ত গরীব মানুষের মাঝে শীতের কম্বলগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও চিরিঙ্গা ইউনিয়ন (ভুমি) সহকারী তহসিলদার মোহাম্মদ আবুল মনছুর।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সরকার গরীব ও অসহায় পরিবারের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়ে।আমরা ক্রমান্বয়ে সব উপজেলার সব ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্য শীতের কম্বলের ব্যবস্থা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া সরকার সবসময় অসহায় ও দরিদ্র পরিবারের পাশে থাকার চেষ্টা করে থাকে।
দরিদ্র পরিবারের সদস্যরা বলেন,আমরা তীব্র শৈত্য প্রবাহের সময় সরকারিভাবে শীতে কম্বল পেয়ে খুশি। কারণ শীতের সময় কম্বল কিনতে অনেক কষ্ট হয়, এ বিপদের সময় সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে।