চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের চার নম্বর গেটের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় একশজনের বেশি সদস্যকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অব্যাহতিপ্রাপ্ত এসআই জামালপুরের বাসসিন্দা হাবিবুন্নাহার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা হারুনুর রশীদ একজন প্রতিবন্ধী। আমি বড়। আমার ছোট এক বোন আছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়ালেখা করেছি। এসআই হিসেবে যোগ দিয়ে যেখানে আমার সংসারের হাল ধরার কথা। সেখানে বিনা কারণে অব্যাহতি দেওয়ায় আন্দোলন করছি। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।’
তিনি বলেন, আমাদের মধ্য থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন। তারা আলোচনা করতে গেছেন। কি আলোচনা হয়, দেখা যাক। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এবি