পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের ২টি বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় অন্তত ৩০টি পরিবার জিম্মি হয়ে পড়েছেন। জিম্মি দশা থেকে মুক্তির দাবীতে বুধবার (৮ জানুয়ারি) ভুক্তভোগী পরিবারগুলো বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কালাইয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৫নং ওয়ার্ডের কর্পূরকাঠি গ্রামের আবদুস সালাম মুন্সি ও আবদুল হক ব্যাপারী বাড়িতে প্রবেশের জন্য রাস্তা নির্মাণ করে দেওয়া হয়। প্রায় ১ মাস আগে প্রতিবেশী বারেক মোল্লার ছেলে কবির মোল্লা বেড়া দিয়ে ওই প্রবেশপথ আটকে দেন। ফলে আবদুস সালাম মুন্সি ও আবদুল হক ব্যাপারী বাড়ির ৩০টি পরিবার জিম্মি হয়ে পড়েন।
ওই বাড়ির আল আমিন ব্যাপারী বলেন, কবির মোল্লা প্রবেশ পথে বেড়া দেওয়ায় আমরা খালের উপর সাঁকো তৈরি করে চলাফেরা করছি। ঘৃণিত এই কাজের বিচার চেয়ে পাচ্ছি না। আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর তারা শালিস বৈঠক আহবান করেন। কিন্তু কবির মোল্লা ওই শালিস বৈঠকে উপস্থিত হননি।
কালাইয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার কবির গাজী বলেন, উভয় পক্ষকে একাধিকবার ডেকেছি কিন্তু কবির মোল্লা আসেন না। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের অর্থায়নের ওই বাড়ির প্রবেশপথে রাস্তা নির্মাণ করে দিয়েছি। এখন রাস্তাটি আটকে দেওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন পরিবারগুলো।
কবির মোল্লা বলেন, আমার সম্পত্তির উপর রাস্তা নির্মাণ করা হয়েছে, এ জমি আমার। তাই আমার জমিতে আমি বেড়া দিয়ে আটকে দিয়েছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইচএ