মাঠ পর্যায়ে কাজ করা ক্রেডিট অফিসারদের নিয়ে দিনব্যাপি বার্ষিক কর্মী সম্মেলন করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ধানমন্ডি গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে মুন্সিগঞ্জ বিভাগ (০১) এর কর্মীদের নিয়ে এ সম্মেলন শুরু হয়ে বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বালা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, হেড অব মাইক্রোফিন্যান্স এসকে হাসানুজ্জামান, উপ-পরিচালক মিনহাজ মহসিন মিশু, সহকারি পরিচালক রাব্বি আলম মন্ডল, সহকারি পরিচালক রীপা খাতুন, সহকারি পরিচালক কাজী ফয়সাল ইসলাম, সহকারি পরিচালক মো. আব্দুল আলীম প্রমুখ।
এর আগে গত ০৭ ও ২১ ডিসেম্বর আম্বালা ফাউন্ডেশনের চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ক্রেডিট অফিসারদের নিয়েও একই স্থানে দিনব্যাপি বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরইউ