চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসফের গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি চোরাকারবারি গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ভারতের শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করলে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি রয়েছে।
আহতের বিষয়টি নিশ্চিত করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া। আহত শহিদুল ইসলাম (২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, ‘শুক্রবার দিবাগত রাতে শহিদুল ভারতে ফেনসিডিল আনতে যায়। এ সময় ফেনিসিডিল নিয়ে আসার পথে আন্র্Íজাতিক সীমানা পিলার ১৮২’র ১৩০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে শহিদুল গুরুতর আহত হয়। পরে স্বজনদের সহযোগিতায় উদ্ধার পূর্বক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান শহিদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’
এআই