এইমাত্র
  • ৪৩তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
  • দেশে চোরতন্ত্র তৈরি করেছিলো শেখ হাসিনা: প্রেস সচিব
  • তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • রুশ জ্বালানিখাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
  • দীর্ঘদিন পর নিজ দেশ পাকিস্তানে ফিরতে পেরে ব্যাপক খুশি মালালা
  • হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে: সুলিভান
  • নির্বাচনী রোডম্যাপ শিগগিরই প্রকাশ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: সমাজকল্যাণ উপদেষ্টা
  • এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু, সেক্রেটারি ফুয়াদ
  • আজ শনিবার, ২৮ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    অবহেলায় শিশুর মৃত্যু, ৩ নার্সকে অব্যাহতি

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম
    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

    অবহেলায় শিশুর মৃত্যু, ৩ নার্সকে অব্যাহতি

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম
    গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত নার্সদের অবহেলায় সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩জন নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

    অব্যাহতি নার্স হলেন- সিনিয়র স্টাফ নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন। মৃত ওই শিশুর পিতা রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ার আমিন।

    জানান, গত বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পাতলা পায়খানা জনিত কারনে তার শিশু আয়ানকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শুকবার রাতে হাসপাতালে আয়ানের স্যালাইন শেষ হলে তাদের কাছে বিষয়টি জানায়। কিন্তু তারা স্যালাইন লাগবে না বলে জানায়। এ সময় তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যথা সময়ে স্যালাইন না দেওয়ার কারণে তার ছেলে শনিবার সকাল ৬টার দিকে মারা যায়। এ ঘটনায় তার স্বজনসহ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা অভিযুক্ত নার্সদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত ৩ জন নার্সকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার

    গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইসমাঈল হোসেন লিংকন জানান, বিষয়টি আমরা জেনেছি। যারা দায়িত্বে ছিল তাদেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এদিকে, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…