এইমাত্র
  • অবৈধ বিদেশিদের জন্য বাংলাদেশ সরকারের সতর্কবার্তা
  • ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১০
  • ১০ ট্রাক অস্ত্রের অন্য মামলাতেও খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  • ডাকাতির সময় ফাঁকা মাঠে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ৭
  • পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ বলে দাবি করলেন বাইডেন
  • ঘুষ গ্রহণের সময় দুদকের হানা, আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা
  • বৃহস্প‌তিবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৫৮ বাংলাদে‌শি
  • দ্রুত নিয়োগ চান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা
  • চকরিয়া পৌর বিএনপির ১১টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির অনুমোদন
  • হিলি স্থলবন্দরে বেড়েছে চাল আমদানি, কমছে দাম
  • আজ মঙ্গলবার, ১ মাঘ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে অপহৃত মেয়ে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

    ফুলবাড়ীতে অপহৃত মেয়ে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনায় ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

    এ সময় অপহরণকারী দুই ব্যাক্তিকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে আসামীদেরকে সোমবার বিকালে জেল হাজতে প্রেরণ করাফুলবাড়ী থানা হয়েছে।

    পুলিশ ও ভোক্তভোগী জানায় উপজেলার খোচাবাড়ী এলাকার আব্দুস ছালামের ছেলে মজিবর রহমান লেবু (২৩) একই এলাকার খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে মোসলেমা খাতুন (১৪)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরন করে নিয়ে গা ঢাকা দেয়।

    এ নিয়ে মেয়ের পরিবার বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেও কোন সঠিক তথ্য না পেয়ে ফুলবাড়ী থানায় এক মাস আগে একটি জিডি করেন। এর মধ্যে ঢাকা কেরানীগঞ্জ এলাকায় ভিকটিমসহ অপহরণকারীরা সেখানে বসবাস করছেন বলে মেয়ে বাবা বিষয়টি গত বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় জানায়। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঢাকা কেরানীগঞ্জ মডেল থানায় বিষয়টি অবগত করে সেখান অভিযান চালায়। অভিযান চালিয়ে রবিবার রাতে অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে সোমবার সকালে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ সময় অপরহণকারী মজিবর রহমান লেবু ও তার বাবা আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়।

    মকবুল হোসেন জানান, মেয়েকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। খোজ নিয়ে দেখি ঢাকা কেরানীগঞ্জ এলাকা বসবাস করছেন। পরে পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে ৪ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

    ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান ভিকটিমকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়ে বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মেয়েকে ডাক্তারী পরীক্ষা করার জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…