এইমাত্র
  • অপরাধী ধরতে কারও রক্তচক্ষুকে ভয় পাই না: ডিবি প্রধান
  • শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে আরও দুই মামলা
  • এমপক্সের প্রাদুর্ভাব, সিয়েরা লিওনে জরুরি অবস্থা ঘোষণা
  • অবৈধ বিদেশিদের জন্য বাংলাদেশ সরকারের সতর্কবার্তা
  • ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১০
  • ১০ ট্রাক অস্ত্রের অন্য মামলাতেও খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  • ডাকাতির সময় ফাঁকা মাঠে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ৭
  • পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ বলে দাবি করলেন বাইডেন
  • ঘুষ গ্রহণের সময় দুদকের হানা, আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা
  • বৃহস্প‌তিবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৫৮ বাংলাদে‌শি
  • আজ মঙ্গলবার, ১ মাঘ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী!

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী!

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

    ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান মনির ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের মানুষ। মনির এক সময় আওয়ামিলীগ সমর্থক ও ছাত্রলীগ নেতা হলেও বর্তমানে বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে।

    জানা যায়, মনিরুজ্জামান মনির এক সময় কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সহ-সম্পাদক ছিলেন। রাজনৈতিক পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে আসছিলেন। ওই সময় ভালুকা মডেল থানা ও ময়মনসিংহ জেলা কোর্টে তাদের নামে একাধিক অভিযোগ হয়। কিন্তু অজানা কারণে তাদের কোনো বিচার হয়নি। সরকার পতনের পর থেকে রাজনৈতিক পরিচয় পালটে তার বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এখনো বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে এলাকায়।

    নিশিন্দা গ্রামের মুদি দোকানি মনসুর বলেন, মনির সহ কয়েকজন আমার দোকানের সামনে ময়লা ফেলে রাখে। গ্রামের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ। আমরা এদের বিচার চাই।

    বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, মনিরদের একটা ফ্যামিলির কাছে পুরো গ্রামের মানুষ জিম্মি। এলাকার রাস্তা বন্ধ করে রাখছে। রাস্তায় ময়লা ফেলে রাখে। এদিক দিয়ে চলাচল করা যায় না।

    ওই গ্রামের কাশেম তরফদার বলেন, মনিররা সরকারি হালটের রাস্তা দখল করে রাখছে। আমাদের বাচ্চারা এদিক দিয়ে গেলে শরীরে ময়লা ফেলে দেয়। বিভিন্ন অশালীন গালিগালাজ করে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি।

    অভিযুক্ত মনিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

    ভরাডোবা ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ সাইদুর রহমান জানান, উপজেলা প্রকৌশলী মোঃ মাফুজুর রহমানকে সাথে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…