এইমাত্র
  • নাটোরে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় খালাস বিএনপি নেতা দুলু
  • অবশেষে গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা
  • টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ডেসটিনির এমডিসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড
  • ভোলায় জ্বিনের বাদশাকে জিম্মি করে মুক্তিপন দাবি, দুই ছাত্রদল নেতা গ্রেফতার
  • সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ-হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা
  • সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
  • ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
  • অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    আলেমদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক দেশ গড়তে হবে: সালাউদ্দিন টুকু

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

    আলেমদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক দেশ গড়তে হবে: সালাউদ্দিন টুকু

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

    আলেমদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আজকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। যারা এদেশে গণহত্যা চালিয়েছে শুধু তাই না যারা আলেমদেরকে হত্যা করেছে তারা যেন এই বাংলাদেশে আর কোনদিনও মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ধরাট মাজারে মহাপবিত্র ওরস শরীফে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আলেমদের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করে তাদের ব্যাপারে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই দেশে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করব। ফ্যাসিবাদের বিদায়ের পরে সারা বাংলাদেশে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতি সংগঠনগুলো তাদের নিজ নিজ কর্মসূচি পালন করতে পারছে। শুধু তাই না রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে সামাজিক প্রোগ্রাম যার যার অবস্থান থেকে সুন্দরভাবে করতে পারছি।

    তিনি আরো বলেন, বিগত দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকমী গুম হয়েছে, খুন হয়েছে। সেই নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ফ্যাসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। তারেক রহমান বলেছেন এ দেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে। শুধু তাই না মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার মানুষের কাছ থেকে সেটি কেড়ে নিয়েছিল। বর্তমানে যার যার ভোট, ভোট বাক্সে দিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার একটা সুযোগ করেছে তারেক রহমান।

    ওরস শরীফে বিএনপি নেতা হাবিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, খন্দকার রাশেদুল আলম,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু প্রমূখ।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…