চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন অপরাধে আল মামুন বেকারি, মাবিয়া বেকারি ও আল মক্কা বেকারি নামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নাজিরহাটে বিএসটিআইয়ের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার নাজিরহাট ও পাঁচপুকুরিয়া এলাকায় বিভিন্ন বেকারিতে পণ্যের মোড়কে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এই অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর অধীনে আল মামুন বেকারি, মাবিয়া বেকারি এবং আল মক্কা বেকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর পর আল মামুন বেকারিকে ৫০ হাজার টাকা, মাবিয়া বেকারিকে ১ লাখ টাকা এবং আল মক্কা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা তৎক্ষণাৎ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।