এইমাত্র
  • প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ: শবনম ফারিয়া
  • বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ
  • নায়িকার প্রাপ্য টাকা নিয়ে আজিজের 'ছলচাতুরী'
  • মোহাম্মদপুরে পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থল ঘিরে ফেলেছে সেনাবাহিনী-পুলিশ
  • রাজশাহীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
  • রাজধানীতে প্রতিষ্ঠানে লুটপাট, বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক
  • দু’দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, হাসপাতালে বারবার মূর্ছা যাচ্ছেন মা
  • শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
  • বউমার সঙ্গে পরকীয়ার জেরে খালুর দুই চোখ তুলে ফেলে সাদ্দাম
  • নেত্রকোনায় একদিনে দুই থানার ওসি প্রত্যাহার
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩১ | ৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    আনোয়ারায় দুই থানার দ্বন্দ্বে ১১ ঘণ্টা মর্গে পড়ে থাকল লাশ!

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

    আনোয়ারায় দুই থানার দ্বন্দ্বে ১১ ঘণ্টা মর্গে পড়ে থাকল লাশ!

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশের ময়নাতদন্ত নিয়ে দুই থানার সীমান্তসংক্রান্ত জটিলতায় ১১ ঘণ্টা ধরে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকার অভিযোগ উঠেছে। নিহত আব্দুর রহিম (৪৮) কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার দিকে আনোয়ারার পিএবি সড়কের চাতরি চৌমুহনী এলাকায় অজ্ঞাত এক ট্রাক গাড়ি ও সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

    তবে কর্ণফুলী থানা পুলিশ দাবি করছে, দুর্ঘটনাটি আনোয়ারা থানার অংশে ডাকপাড়া এলাকায় ঘটেছে। আবার আনোয়ারা থানা পুলিশ বলছে কর্ণফুলীর ডাকপাড়ায় ঘটেছে।

    ঘটনার রাতে পথচারীদের সহায়তায় আহত রহিম কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    এ ঘটনায় কর্ণফুলী থানা ও আনোয়ারা থানা উভয় পক্ষই দুর্ঘটনাস্থল নিয়ে বিভ্রান্তিতে পড়ে, ফলে আইনি প্রক্রিয়া বিলম্বিত হয় এবং ময়নাতদন্ত নিয়ে জটিলতা তৈরি হয়।

    নিহতের ছেলে মোহাম্মদ কাউসার নিশ্চিত করতে পারেননি যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কি না। তিনি জানান, পরিবারের সদস্যরা কেউ মর্গে, কেউ থানায় গিয়ে বারবার খোঁজ নিয়েছেন, কিন্তু দীর্ঘসময় লাশ বুঝিয়ে দেওয়া হয়নি। শুক্রবার রাত ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং পুলিশ ঘাতক ট্রাকটিও আটক করতে পারেনি।

    সিএমপির পাঁচলাইশ মডেল থানা এ ঘটনায় ২৪৭১ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) মূলে আনোয়ারা থানাকে একটি বার্তা পাঠায়। এতে উল্লেখ করা হয়, আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    হাসপাতালের পরিচালক কার্যালয়ের স্মারকের ভিত্তিতে তাঁর মৃত্যুর কারণ ‘Brought in Dead’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম মিয়া লাশের সুরতহাল প্রস্তুত করেন এবং আনোয়ারা থানাকে ময়নাতদন্ত বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে অনুরোধ জানান।

    এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, 'ঘটনাটি আনোয়ারা থানার অংশে পড়ায় লাশের আইনি ব্যবস্থা আনোয়ারা থানা নেবেন।'

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'প্রথমে ঘটনাস্থল কর্ণফুলীর ডাকপাড়া হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে কর্ণফুলী থানা আমাদের জানায়, এটি তাঁদের এলাকা নয়। সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটায় কিছুটা বেগ পেতে হয়েছে, তবে এখন আনোয়ারা থানা পুলিশ ব্যবস্থা নিচ্ছে। নিহতের পরিবার লাশ গ্রহণ করছে।'

    চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়হীনতায় মৃত ব্যক্তির লাশ দীর্ঘসময় মর্গে পড়ে থাকা, ময়নাতদন্তে বিলম্ব এবং মামলা না হওয়ার বিষয়টি প্রশাসনিক ত্রুটি স্পষ্ট করে। এমন ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন হয়রানির শিকার হতে না হয়।'

    রাত ১২টা ১৩ মিনিটের সময় পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম মিয়া বলেন, 'আনোয়ারা থানা থেকে কাগজপত্র আসার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং আর কোনো সমস্যা নেই।'

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…