ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়া গ্রামের কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিনগত রাতে ৫/৬ জন বন্ধু একসঙ্গে মদ পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মিয়া ও আব্দুল জলিল মারা যান। এর আগে, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিজাম উদ্দিন।
এ ঘটনায় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ৫/৬ জন বন্ধু মিলে মদ খাচ্ছিল এরমধ্যে ৩ জন গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা, এরপর চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এফএস