গতবারের ফাইনালে তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। যার পুনরাবৃত্তি হলো এবারও। সেই তামিম ও মায়ার্সের ব্যাটেই টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হলো বরিশাল। তবে এবার প্রতিপক্ষ ভিন্ন।
২০২৪/২৫ বিপিএলের ফাইনালে চিটাগাংকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান করে চিটাগাং। জবাবে ৭ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল।
এদিকে দ্বিতীয়বারের মত ফরচুন বরিশালের বিজয়ে আনন্দ উল্লাস বইছে বরিশালে। শুক্রবার নগরের বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী। বিজয়ের খবরে ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে নগরীর সড়কে উল্লাস করেন মানুষ।
এ সময় শতাধিক ট্রাক মিছিল নিয়ে নগর ঘুরেছেন যুবকরা। নির্বিঘ্নে খেলা উপভোগের জন্য নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় বসানো হয়েছে বড় পর্দা।
পাশাপাশি রাতে বনভোজন ও খিচুরি পার্টির আয়োজন করা হয়। নগরী ঘুরে দেখা যায়, বিবির পুকুর পাড়, বেলস্ পার্ক, নতুন বাজার, টেম্পু স্টান্ড, জিলা স্কুল মোড়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখেছে নগরবাসী।
নগরীর ক্রিকেটার ভক্ত অভি বলেন, ফরচুন বরিশালের এই দ্বিতীয় বিজয় এ অঞ্চলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিল। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক।
প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষ্যে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি।
শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে। এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম টহল দিয়েছে।
পিএম