দেশের সিনেমা ইন্ডাষ্ট্রির অন্যতম দুই নাম তমা মির্জা ও শরীফুল রাজ। এই দুই শিল্পীকে এর আগে কোনো সিনেমায় দেখা যায়নি। তবে সিনেপ্রেমী দর্শকদের এবার চমক দিতে যাচ্ছেন তারা। সূত্রের খবর, সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম-থ্রিলার ঘরানার গল্পে দেশের ইতিহাস-ঐতিহ্যের অকৃত্রিম মেলবন্ধন ফুটিয়ে তুলতে 'চক্র' শিরোনামের একটি সিনেমাতে যুক্ত হয়েছেন তারা।
সিনেমাটি পরিচালনা করবেন দর্শকপ্রিয় নাটক যমজের নির্মাতা আজাদ কালাম। অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে এই নাটক নির্মাণে বাজিমাত করেছেন নির্মাতা আজাদ কালাম। এবার তিনি পরিচালনা করতে যাচ্ছেন চলচ্চিত্র। এটিই তাঁর প্রথম চলচ্চিত্র। যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী তমা মির্জা। তবে এ সিনেমা সম্পর্কিত কোনো কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের কেউই।
এদিকে, সময়ের কণ্ঠস্বরকে সিনেমাটির বিষয়ে নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট এক সূত্র। জানা যায়, ইতিমধ্যে চক্র'র প্রি-প্রোডাকশন চলছে। চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয়শিল্পীরাও। নিয়মমাফিক চলছে প্রস্তুতি। সব ঠিক থাকলে শিগগিরই এটি শুটিং ফ্লোরে গড়াবে।
সিনেমাটিতে শরীফুল রাজ ও তমা মির্জা ছাড়াও অভিনয় করছেন আফজাল হোসেন, রেহনুমা মোস্তফা, ঝুনা চৌধুরী, প্রাণ রায়সহ থিয়েটারের একঝাঁক তরুণ অভিনয়শিল্পী।
সূত্রের মাধ্যমে আরও জানা যায়, অভিনয়শিল্পী বাছাইয়ে এই সিনেমায় থাকছে বড়সড় চমক। রাজ-তমাদের সঙ্গে এতে বিদেশি একজন জনপ্রিয় অভিনেত্রীরও দেখা মিলবে।