জিএসটি অন্তর্ভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার,১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পেরেছিলো। এদিন রাত ১২ টা পর্যন্ত গুচ্ছে আবেদন করেছেন ২ লাখ ৩৭ হাজার ৭৮৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আজ মঙ্গলবার,১৮ মার্চ গুচ্ছের আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও দুইদিন বাড়ানো হয়েছিল। আগামীকাল পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৭৮৭ ভর্তিচ্ছু আবেদন করেছেন।এর মধ্যে ‘এ’ ইউনিট বিজ্ঞান শাখায় আবেদন করেছেন ১ লাখ ৪২ হাজার ৬৮৮জন, ইউনিট ‘বি’ মানবিক শাখায় আবেদন করেছেন ৭২ হাজার ৪৫ জন।এছাড়াও ইউনিট ‘সি’ বাণিজ্য শাখা ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫শে এপ্রিল বাণিজ্য (সি ইউনিট),২রা মে মানবিক (বি ইউনিট ), ৯ই মে বিজ্ঞান (এ ইউনিট) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও আর্কিটেকচার ব্যবহারিক(ড্রয়িং) পরীক্ষা ৫ই মে বিকাল ৩ হতে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।মোট ২১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এসআর