কৃষিবিদদের অধিকার রক্ষা এবং ন্যায্যতা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে "কৃষিবিদ ঐক্য পরিষদ" শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকের সামনে রবিবার (২০ এপ্রিল) এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই মানববন্ধন কর্মসূচির পর দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনও আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ডিপ্লোমা শিক্ষার্থীদের সাম্প্রতিক আট দফা দাবির বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপিত কিছু দাবি তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে, যা সরাসরি কৃষিবিদদের অধিকারের পরিপন্থী। এই প্রেক্ষাপটে, কৃষিবিদ ঐক্য পরিষদ তাদের অধিকারের প্রশ্নে অবিচল থেকে পাঁচ দফা দাবি পেশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে, শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন যে ডিপ্লোমা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় সদস্য আসিক আহম্মেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি আহমেদুল কবির তাপস, সাধারণ সম্পাদক আলমগীর কবির, শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ, সদস্য সচিব আল রাকিব এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হলো:
১. পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম কোনোভাবেই শিথিল করা যাবে না।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং দশম গ্রেডের পদগুলো পূর্বের কাঠামো অনুযায়ী গেজেটের বাইরে রাখতে হবে।
৩. দশম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ উন্মুক্ত করতে হবে।
৪. কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ব্যতীত কারো নামের সাথে "কৃষিবিদ" প্রত্যয় ব্যবহার করা যাবে না এবং এই বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৫. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)-এর অধীনেই রাখতে হবে।
এই মানববন্ধনের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষিবিদদের অধিকার রক্ষায় তাদের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।
এসআর