বরিশাল জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সভা কক্ষে শিশুকল্যাণ বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনরে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ শিশুকল্যাণ বোর্ডের সকল সম্মানিত সদস্যগণরা অংশগ্রহণ করেন।
সভায় শিশু সুরক্ষা কল্পে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার আলোকে স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য করণীয় নির্ধারণ করা হয়।
এছাড়াও বোর্ডের কো-আপ সদস্য হিসেবে বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরকে অন্তর্ভুক্ত করা হয়।