এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বুটেক্সের ড. আব্বাস গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ডের শীর্ষ দশে

    তাওসিক জারিফ সিয়াম, বুটেক্স প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৫:২৪ পিএম
    তাওসিক জারিফ সিয়াম, বুটেক্স প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৫:২৪ পিএম

    বুটেক্সের ড. আব্বাস গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ডের শীর্ষ দশে

    তাওসিক জারিফ সিয়াম, বুটেক্স প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৫:২৪ পিএম

    বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্বাস উদদীন গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এর বিশ্বের সেরা ১০ উদ্ভাবকের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্যের লন্ডনের ওল্ড বেল-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তার যুগান্তকারী আইডিয়া ‘ডিকার্বনাইজেশন ল্যাব’ এর জন্য তাকে স্বীকৃতি দেয়া হয়।

    ফ্যাশন ইন্ডাস্ট্রির নোবেল পুরস্কারখ্যাত গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড হলো এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন কর্তৃক চালু করা একটি বার্ষিক পুরস্কার। ২০১৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী সমাধানের উন্নয়নকে উৎসাহিত করা এর মূল উদ্দেশ্য।

    বিভিন্ন সূত্রে জানা যায়, এবছর বিশ্বের ৬টি মহাদেশের ৬৯টি দেশের ৪৭৬টি আইডিয়া থেকে সেরা ২০টি আইডিয়া নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞ প্যানেলের পর্যালোচনার পর সেরা ১০ উদ্ভাবককে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, যাদের মধ্যে একজন হলেন বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্বাস উদদীন শায়ক। টেক্সটাইল প্রসেস ইনোভেশনের ক্ষেত্রে যুগান্তকারী ‘ডিকার্বনাইজেশন ল্যাব’ আইডিয়ার জন্য তিনি এ অ্যাওয়ার্ড পান।

    ডিকার্বনাইজেশন ল্যাব হলো একটি বিশেষ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, যা পরিবেশবান্ধব ডাইং, ফিনিশিং এবং উপকরণ প্রক্রিয়াকরণে কাজ করছে। এই ল্যাবটি কম কার্বন নির্গমন প্রযুক্তি ব্যবহার করে পুরোনো পদ্ধতিগুলোকে পরিবর্তন করতে এবং টেকসই উৎপাদন পদ্ধতিগুলোকে এগিয়ে নিতে কাজ করছে।

    ভবিষ্যতের ফ্যাশন শিল্প গঠনের নেতৃত্বে ড. আব্বাস উদ্দিন শায়ক বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয় বরং বাংলাদেশের টেক্সটাইল ও শিক্ষাক্ষেত্রের একটি সম্মান। আমরা টেকসই প্রযুক্তির মাধ্যমে শিল্পকে নতুনভাবে সাজাতে চাই।

    উল্লেখ্য, তিনি পুরস্কারের অংশ হিসেবে বছরব্যাপী তিনটি 'ফিজিক্যাল উইক'–এ অংশগ্রহণ করবেন। যার মাধ্যমে তাঁর উদ্ভাবনী ধারণাবিকে আরও বিস্তৃত করে বৈশ্বিক পর্যায়ে প্রভাব তৈরি করার সুযোগ পাবেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…