এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘৬ হাজার টেহার চাল পাইতেছো, ২শ টেহা দিতে পারবা না?

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:৪৮ এএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:৪৮ এএম

    ‘৬ হাজার টেহার চাল পাইতেছো, ২শ টেহা দিতে পারবা না?

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:৪৮ এএম

    ভাইরাল ভিডিওতে বলতে শুনা যায়,‘৬ হাজার টেহার চাল পাইতেছো, ২০০ টেহা দিতে পারবা না ? এবং ভিডিওতে দেখা যায়- ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান রিপন, ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ও আ.লীগ নেতা মোবারক হোসেন এবং ভারপাপ্ত চেয়ারম্যান লাল মিয়া সরকারের সহযোগী সুজন মিয়া কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায় করছেন।

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে টাকা আদায়ের এই ভিডিওটি বুধবার (২১ মে) বিকালে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা।

    এদিকে পরিষদ সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীসহ হতদরিদ্রদের জন্য ৪৫৬টি ভিজিডি কার্ড বরাদ্দ রয়েছে। প্রতিমাসে ৩০ কেজি করে ৫ মাসের জন্য মাথাপিছু ১৫০ কেজি করে চাল আসে। বুধবার সকাল থেকে কার্ডধারীরা চাল উত্তোলনের জন্য লাইনে দাঁড়ান। এদিকে বিতরণের শুরু থেকেই চেয়ারম্যানের কক্ষে চলে টাকা আদায়ের ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার উপস্থিতিতেই কার্ডধারীদের কাছ থেকে পর্যায়ক্রমে ২০০-৩০০ করে টাকা নেওয়া হয়।

    নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন কার্ডধারী অভিযোগ করেন, ‘তাদের কাছ থেকে ২০০ করে টাকা নিয়েছে। আবার কাউকে ন্যূনতম ১০০ টাকা হলেও দিতে হয়েছে। টাকা না দিলে চাল দিবে না।

    এ ঘটনায় ইউপি সদস্য মোবারক হোসেনে বলেন, ‘কিছুটা নিয়ে ছিলাম পরে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছেন। সেখানে পরিষদের সচিব মহোদয় উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়নের (ভারপাপ্ত) চেয়ারম্যান লাল মিয়া সরকারের কাছে জানতে মুঠোফোনে কল দিলে তিনি জানান, ‘আমি অসুস্থ, ঢাকাতে চিকিৎসার জন্য রয়েছেন। টাকা নেওয়ার বিষয়ে তিনি কিছুই জানে না।

    এ-বিষয়ে সরিষাবাড়ী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকরি কমিশনার (ভূমি) লিসা রিছিল মুঠোফোনে বলেন, ‘ভিজিডি চাল সম্পূর্ণ বিনামূল্যের, টাকা আদায়ের সুযোগ নেই। টাকা আদায়ের এমন ভিডিও ফেসবুকে দেখেছি এবং শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…