এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:৫৩ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:৫৩ এএম

    ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:৫৩ এএম

    যশোরের শিল্পশহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) এলোপাতাড়ি ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

    বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলি ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে শালিস চলাকালীন খুনের ঘটনাটি ঘটে। তরিকুল ইসলাম ধোপাদি গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে গোলযোগে হত্যাকান্ডটি হতে পারে বলে পুলিশের ধারণা। বর্তমানে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    স্থানীয়রা জানিয়েছেন, একটি মাছের ঘের নিয়ে ডহর মশিয়াহাটীর গ্রামের পিন্টু ও স্থানীয় একটি গ্রুপের কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিলো। দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পিন্টুর বাড়িতে শালিসের আয়োজন করা হয়। শালিস চলাকালীন দুই পক্ষ গোলযোগে জড়িয়ে পড়ে। এসময় দুর্বৃৃত্তরা তরিকুলের ওপর সশস্ত্র হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায়। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    যশোর জেলার যুগ্ম আহ্বায়ক শেখ জাকির হোসেন জানান, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামের একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরটি লিজ দেয়ার জন্য তিনি পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুর্বৃত্তরা তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।

    অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৃষকদল সভাপতি তরিকুল খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে শুরু করেছে।

    যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খুনের খবর জানার সাথেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…