ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন।
মঙ্গলবার (০৩ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অভিযোগে বলা হয়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় শেখ হাসিনার কণ্ঠস্বর হিসেবে দাবি করা এক বক্তব্যে বলা হয়, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—যা আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে ট্রাইব্যুনাল দুই আসামিকে ২৫ মে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন। কিন্তু নির্ধারিত তারিখে তারা আদালতে উপস্থিত হননি বা তাদের পক্ষে কেউ ব্যাখ্যা জমা দেননি। এ অবস্থায় ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। পরে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ছাপা হয়, যাতে ৩ জুন আসামিদের ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে বলা হয়। কিন্তু নির্ধারিত দিনেও কেউ আদালতে উপস্থিত হননি। ফলে আজ ফের শুনানি অনুষ্ঠিত হয় এবং আগামী ১৯ জুন পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়।
এ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এখনো পর্যন্ত দুই আসামি আদালতে হাজির হননি। ট্রাইব্যুনাল তাদের জন্য এটিই শেষ সুযোগ হিসেবে দেখছে। আগামী ১৯ জুন শুনানি শেষে আদালত আদেশ দেবেন বা বিষয়টির নিষ্পত্তি করবেন।
আরডি