রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক নারায়ণপুর দৈরিতলায় মো. নজরুল ইসলামের গোয়ালঘরে বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় দুটি গরু ও তিনটি ছাগল।
স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোয়ালঘরের মালিক নজরুল ইসলাম বলেন, 'আমার গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য একটি লম্বা ডেইলি (শুকনা গোবর) জালানো ছিল, অনুমান করা যায় সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আমার এই ছাগল ও গরুগুলোই সম্বল ছিল, আমি এখন দিশেহারা হয়ে পড়েছি।'
খবর পেয়ে তাৎক্ষণিক বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ২০ কেজি চাল প্রদান করেন এবং পরবর্তীতে আর্থিক ও অন্যান্য সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোক ও সহানুভূতির পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসআর