প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘প্রেসক্লাব নান্দাইল’ এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে ‘প্রেসক্লাব নান্দাইল’ কার্যালয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, জাম, লিচু, তালের শাঁস, লটকনসহ হরেক প্রকারের রকমারি দেশীয় ফল।
প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় ফল উৎসবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, সাবেক পৌরসভার মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, শিক্ষক আবুল কাসেম লাভলু, এনসিপি’র আহ্বায়ক আশিকিন আলম রাজন, সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, জালাল মন্ডল, মোহাম্মদ আমিনুল হক বুলবুল প্রমুখ।
মৌসুমী ফল উৎসবের আয়োজনের বিষয়ে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারো আমরা ফল উৎসবের আয়োজন করেছি। দেশীয় ফলের ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এ আয়োজন।’
আলোচনা সভায় বাঙালির সহজলভ্য মৌসুমী ফল উৎপাদনে বেশি বেশি করে ফলজ ও বনজ গাছের চারা লাগানোর জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এনআই