এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:০৩ এএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:০৩ এএম

    নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:০৩ এএম

    নেত্রকোনায় একদিনে পৃথক পৃথক ঘটনায় তিন শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনার খবর পাওয়া যায়। জেলার কেন্দুয়া, খালিয়াজুরী ও পূর্বধলা এই তিন উপজেলায়, দুজন সড়ক দুর্ঘটনায়, দুইজন পানিতে ডুবে ও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে বাড়ির কাছে পুকুরে পড়ে তিন বছরের শিশু মাহাদি নিহত হয়েছে। একই উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মতির মোড়ে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসাইন নামের সাত বছরের শিশু নিহত হয়। একই উপজেলার মাসকা এলাকায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী হিমাচল বাসের চাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম মিন্টু নামের সোয়েটার ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে রাত সাড়ে আটটার দিকে।

    অন্যদিকে খালিয়াজুরী উপজেলায় মেন্দিপুর গ্রামে সন্ধ্যায় ফ্রিজের সাথে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তালুকদার নামের কিশোর, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পুর্বধলা উপজেলার জটিয়াবর গ্রামে সন্ধ্যায় পুকুরে ডুবে ইয়াছিন শেখ নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

    কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সবগুলো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো প্রকার অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তবে প্রত্যেকটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

    মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার খবর পেয়েছি, তবে পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে গিয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…