নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় বিভাটেকে থাকা এক নারী যাত্রী নিহত ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) সকাল ৯ ঘটিকার দিকে শিবপুর-মনোহরদী সড়কের শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বিভাটেকটি।
নিহত নারীর নাম আছিয়া আক্তার। তিনি মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। নিহতের স্বামী পেশায় অটোচালক, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার মৃত আসকর আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯ টার দিকে অন্যন্যা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে বিভাটেকটি যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। বিভাটেকটি শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিভাটেকে থাকা আছিয়া নামে এক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সাথে থাকা তার স্বামী আক্তার হোসেনও এ সময় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
শিবপুর মডেল থানার অফিসার তদন্ত দুলাল উদ্দীন জানান, সকালে বাস চাপায় বিভাটেক যাত্রী নিহত হওয়ার ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর