এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    গণমাধ্যম

    গৌরবের এক যুগ পেরিয়ে ১৩ বছরে 'সময়ের কণ্ঠস্বর'

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:১৬ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:১৬ এএম

    গৌরবের এক যুগ পেরিয়ে ১৩ বছরে 'সময়ের কণ্ঠস্বর'

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:১৬ এএম

    দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা ঘটিয়ে ২০১৩ সালের ১৪ জুন 'প্রজন্মের সংবাদমাধ্যম' স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘সময়ের কণ্ঠস্বর’। সময়ের পরিক্রমায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পাঠকের আস্থাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি আজ অতিক্রম করেছে গৌরবময় এক যুগ—পা রেখেছে এর ১৩তম বছরে।

    যাত্রার শুরু থেকেই সময়ের কণ্ঠস্বর বিশ্বাস করেছে, সাংবাদিকতা কেবল খবর পরিবেশনের বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্বও। তাই প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিরপেক্ষ, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি তুলে ধরেছে প্রান্তিক মানুষের সুখ-দুঃখ, প্রতিদিনকার সংগ্রাম ও সমাজ বাস্তবতার নানা চিত্র।

    তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে যখন সংবাদমাধ্যম দ্রুত পরিবর্তনশীল, তখন সময়ের কণ্ঠস্বর অনলাইন জার্নালিজমে নতুনমাত্রার নিরীক্ষা ও পাঠক-কেন্দ্রিক কনটেন্ট তৈরি করে প্রতিষ্ঠা করেছে নিজস্ব মান ও ধারা। সংবাদ পরিবেশনে গতি, নির্ভুলতা ও দায়িত্ববোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর পেশাদার কাঠামো।

    এই যাত্রার পিছনে ছিলেন, প্রথিতযশা কবি, সাহিত্যিক, সাবেক সচিব ও প্রাক্তন প্রধান তথ্য কমিশনার প্রয়াত এম. আজিজুর রহমান। তিনি গণমাধ্যমকে ব্যবসার বাইরে রেখে সামাজিক সেবার একটি অনন্য মাধ্যম হিসেবে গড়ে তোলার যে দৃষ্টিভঙ্গি রেখে গেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখেছেন পোর্টালটির বর্তমান সত্ত্বাধিকারী ও সিইও আরিফ সিকদার।

    আরিফ সিকদারের গণমাধ্যমভিত্তিক চিন্তাভাবনা ও দিকনির্দেশনা পোর্টালের মানোন্নয়নে শক্তিশালী ভূমিকা পালন করছে। তার দেখানো পথে হেঁটেই আজ সময়ের কণ্ঠস্বর পাঠকপ্রিয়তায় কয়েক ধাপ এগিয়ে গেছে।

    বর্তমানে পোর্টালটির সার্বিক তত্ত্বাবধানে আছেন ভারপ্রাপ্ত সম্পাদক পলাশ মল্লিক। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও বার্তা সম্পাদক রবিউল ইসলামের দক্ষ পরিচালনায় দেশজুড়ে বিস্তৃত প্রতিনিধি নেটওয়ার্কের মাধ্যমে সময়ের কণ্ঠস্বর প্রতিদিন পৌঁছে দিচ্ছে প্রান্তিক মানুষের কথা, তুলে ধরছে জনদুর্ভোগ, অনিয়ম, অধিকার ও সম্ভাবনার নানা গল্প।

    এক যুগের দীর্ঘ এই যাত্রায় সময়ের কণ্ঠস্বর-এর সবচেয়ে বড় শক্তি তার পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীরা। তাঁদের অবিচল সমর্থন, পরামর্শ ও অংশগ্রহণেই এ অনলাইন পোর্টালটি আজ দেশের শীর্ষ অনলাইন নিউজমাধ্যমগুলোর কাতারে জায়গা করে নিতে পেরেছে।

    প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সময়ের কণ্ঠস্বর পরিবার সকল পাঠক, সহকর্মী, বিজ্ঞাপনদাতা, এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ভবিষ্যতের পথচলায় প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাদারিত্ব ও ডিজিটাল সাংবাদিকতার উৎকর্ষতায় নতুন দিগন্ত ছুঁয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…