এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে কাদায় হাঁটছে ভবিষ্যৎ প্রজন্ম!

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম

    সিরাজগঞ্জে কাদায় হাঁটছে ভবিষ্যৎ প্রজন্ম!

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই পথটি বছরজুড়েই জরাজীর্ণ অবস্থায় থাকে, বর্ষা মৌসুমে যার অবস্থা আরও করুণ হয়ে ওঠে।

    বেংনাই গ্রামের ভাঙা ব্রিজ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত রাস্তাটি বর্ষায় জলাবদ্ধতা ও কাদা-পানিতে পরিণত হয়। ফলে সাধারণ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। প্রতিদিন এ পথে যাতায়াত করে স্থানীয় স্কুলের শত শত শিক্ষার্থী, যার মধ্যে রয়েছে বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী ও আশেপাশের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৬০০-এর অধিক শিশু শিক্ষার্থী।

    বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ‘স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকার এই রাস্তাটির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। প্রতিদিনই কেউ না কেউ পড়ে গিয়ে আহত হচ্ছে। শিক্ষার্থীদের পোশাক কাদায় ভিজে যায়। এমনকি অনেকেই স্কুলে আসতেই পারে না।’

    একই অভিযোগ করেন বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাও। তার ভাষ্য, ‘ছোট শিশুদের প্রতিদিন এই কাদামাটির পথ পাড়ি দিতে হয়। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।’

    স্থানীয় বাসিন্দা শামীম রেজা জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষ যাতায়াত করেন। শিক্ষাপ্রতিষ্ঠান, হাট, বাজার, মসজিদ-মাদ্রাসা—সবকিছুর সঙ্গেই এই রাস্তার সংযোগ রয়েছে।

    তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের বহুবার জানিয়েও কোনো ফল পাইনি। আমরা বৈষম্যহীন উন্নয়ন চাই, কিন্তু এখন নিজেরাই বৈষম্যের শিকার।’

    রায়গঞ্জ উপজেলার প্রকৌশলী রবিউল আলম জানান, ‘বেংনাই গ্রামের রাস্তাটি সম্পর্কে আমরা অবগত। এলাবাসীর দাবির ভিত্তিতে পরবর্তী উন্নয়ন প্রকল্পের তালিকায় রাস্তাটি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলবে।’

    এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। সংশ্লিষ্টদের প্রতি স্থানীয়দের একটাই আবেদন। পরবর্তী প্রজন্মের জন্য হলেও যেন এই রাস্তাটি দ্রুত পাকা করা হয়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…