বলিউডে ফের দুঃসংবাদ৷ মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাটা লাগা’ গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল শেফালি জরিওয়ালা৷ শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিগ বস ১৩ এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর ২৭ জুন (শুক্রবার) বুকে ব্যথা উঠলে, রাতেই তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ কার্ডিয়াক আরেস্টে মারা যান তিনি।
এদিকে হাসপাতালের এক কর্মীকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই শেফালির মৃত্যু হয়েছিল৷ তবে শেফালির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়৷ অভিনেত্রী মডেলের পরিবারের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
জানা যায়, ফিটনেস ফ্রিক ছিলেন শেফালি। নিয়মিত শরীর চর্চা করতেন তিনি। তাহলে অতিরিক্ত শরীর চর্চাই কি কাল হল? প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়ের সাথে। কারণ বিগ বস সিজন ১৩ র উইনার সিদ্ধার্থ শুক্লারও মৃত্যু হয় কার্ডিয়াক অ্যাটেকে এবং ডাক্তার পরবর্তী ক্ষেত্রে কারণ হিসেবে জানান, অতিরিক্ত জীমই ছিল তার মৃত্যুর কারণ।
শেফালি জরিওয়ালার এমন আকস্মিক মৃত্যু তার ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। ইতোমধ্যে তার অকালে চলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনয়শিল্পীরা।
২০০২ সালে হিন্দি পপ অ্যালবাম ‘ডিজে ডল’ বের হয়। সেখানে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জরিওয়ালা। সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও চরিত্রেও দেখা গেছে তাকে। সবমিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এ ছাড়াও নাচ বলিয়ে, বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷ কিন্তু মাত্র ৪২ বছরে থামল তার সফর। আর তাকে দেখা যাবে না রুপোলি পর্দায়। 'কাঁটা লগা' এখন শুধুই স্মৃতি।
এবি