এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    কমলো সঞ্চয়পত্রে সুদহার, আজ থেকে কার্যকর

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জুলাই ২০২৫, ১২:০১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জুলাই ২০২৫, ১২:০১ পিএম

    কমলো সঞ্চয়পত্রে সুদহার, আজ থেকে কার্যকর

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জুলাই ২০২৫, ১২:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন ৫টি সঞ্চয় প্রকল্পের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। স্কিমভেদে নতুন মুনাফার হার সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই হার মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।

    এর আগে চলতি বছরের ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়। তখন স্কিম অনুযায়ী সর্বোচ্চ মুনাফার হার ছিল ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত।

    রাষ্ট্রপতির আদেশে ৩০ জুন সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে স্বাক্ষর করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন।

    মুনাফার হার কমানো ৫ স্কিমের মধ্যে রয়েছে- পরিবার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব।

    আগের নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি স্তর বজায় রাখা হয়েছে। প্রথম স্তরে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা, আর দ্বিতীয় স্তরে রাখা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীদের।

    এ ছাড়া জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা ৪টি প্রকল্প- ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছেবাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১.৮৩ শতাংশ, যা আগে ছিল ১২.৪০ শতাংশ। একই হার এখন প্রযোজ্য হবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগেও, যা আগে ছিল ১২.৩৭ শতাংশ। তবে প্রথম ৪ বছর মুনাফা ধাপে ধাপে কিছুটা কম পাওয়া যাবে।

    ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে নতুন মুনাফার হার ১১.৮২ শতাংশ; পূর্বে যা ছিল ১২.৩০ শতাংশ। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১.৭৭ শতাংশ; যা আগে ছিল ১২.২৫ শতাংশ। প্রথম ও দ্বিতীয় বছরে মুনাফার হার তুলনামূলকভাবে কম থাকবে।

    পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১.৯৮ শতাংশ, যা আগে ছিল ১২.৫৫ শতাংশ। এর চেয়ে বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ১১.৮০ শতাংশ; আগে যা ছিল ১২.৩৭ শতাংশ। এখানেও প্রথম ৪ বছর মুনাফা ধাপে ধাপে কমে আসবে।

    পরিবার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১.৯৩ শতাংশ; আগে ছিল ১২.৫০ শতাংশ। এর বেশি হলে মুনাফার হার হবে ১১.৮০ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৩৭ শতাংশ। প্রতি বছর মুনাফা ধাপে কমে আসবে।

    ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব (৩ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা নির্ধারিত হয়েছে ১১.৮২ শতাংশ, যা আগে ছিল ১২.৩০ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭ শতাংশ; পূর্বে যা ছিল ১২.২৫ শতাংশ।

    অর্থনীতি বিশ্লেষকদের মতে, সামগ্রিক সুদহারের বর্তমান প্রবণতা এবং আর্থিক খাতের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এতে স্বল্প আয়ের জনগণ এবং অবসরপ্রাপ্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

    এসকে/এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…