কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টের উত্তাল সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। এদের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে সমুদ্রে নামা আরও ২ বন্ধু এখনো নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী কে এম শাদনান সাবাব রহমান (২১)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। বাবা কে এম আনিসুর রহমান।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- বগুড়ার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) ও আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তারা একই বিভাগের সহপাঠী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৪ বন্ধু মিলে কক্সবাজারের হিমছড়ি সৈকতে ঘুরতে যান। সেখানে পৌঁছে ৩ জন একসঙ্গে সমুদ্রে গোসলে নামেন। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ সাগরের স্রোত প্রবল হয়ে ওঠে। এ সময় ৩ জনই স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যান। বন্ধুদের চিৎকারে স্থানীয় সি সেইফ লাইফ গার্ড সদস্যরা এগিয়ে এসে তল্লাশি শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর কে এম শাদনান সাবাব রহমানের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে বাকিদের সন্ধানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড সদস্যরা।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, ৩ শিক্ষার্থী গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যান। ১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ২ জনের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে এ খবরে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও প্রার্থনার ঢল বইছে।
এসকে/এইচএ