এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজার উত্তাল সাগরে ভেসে গেল ৩ শিক্ষার্থী, ১ জনের মরদেহ উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম

    কক্সবাজার উত্তাল সাগরে ভেসে গেল ৩ শিক্ষার্থী, ১ জনের মরদেহ উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
    ছবি:

    কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টের উত্তাল সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। এদের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে সমুদ্রে নামা আরও ২ বন্ধু এখনো নিখোঁজ রয়েছেন।

    আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনাটি ঘটে।

    নিহত শিক্ষার্থী কে এম শাদনান সাবাব রহমান (২১)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। বাবা কে এম আনিসুর রহমান।

    নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- বগুড়ার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) ও আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তারা একই বিভাগের সহপাঠী।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৪ বন্ধু মিলে কক্সবাজারের হিমছড়ি সৈকতে ঘুরতে যান। সেখানে পৌঁছে ৩ জন একসঙ্গে সমুদ্রে গোসলে নামেন। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ সাগরের স্রোত প্রবল হয়ে ওঠে। এ সময় ৩ জনই স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যান। বন্ধুদের চিৎকারে স্থানীয় সি সেইফ লাইফ গার্ড সদস্যরা এগিয়ে এসে তল্লাশি শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর কে এম শাদনান সাবাব রহমানের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে বাকিদের সন্ধানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড সদস্যরা।

    হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, ৩ শিক্ষার্থী গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যান। ১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ২ জনের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে এ খবরে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও প্রার্থনার ঢল বইছে।

    এসকে/এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…