এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে কর্মীর কবর জিয়ারতে অশ্রুসজল জামায়াত আমির

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম

    ঈশ্বরদীতে কর্মীর কবর জিয়ারতে অশ্রুসজল জামায়াত আমির

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম

    পাবনার ঈশ্বরদীতে জামায়াত ইসলামীর কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করতে গিয়ে দু-হাত তুলে অঝরে কাঁদলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের দোয়া মাহফিলে যোগ দিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় জামায়াতে আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদী পৌর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।

    সেখান থেকে গাড়িবহরে দুপুর আড়াই টার দিকে তিনি কলম বিশ্বাসের কবর জিয়ারতের জন্য উপজেলার বড়ইচরা কবরস্থান যান। সেখানে গিয়ে কবর জিয়ারতের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তার দু’চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে। পরে তিনি সেখান থেকে কলম বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুর ৩টায় আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে কলম বিশ্বাসের দোয়া মাহফিলে যোগ দেন জামায়াতে আমির। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিজেই দোয়া পরিচালনা করেন।

    জামায়াত আমির ডা. শফিকুর রহমান দোয়া মাহফিলে বলেন, 'আমরা চাই বাংলাদেশ একটি দূষিতমুক্ত মানবিক সমাজ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না, জাত-পাত, বর্ণ ও দল নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে এবং কোনো ধরনের হিংসা-প্রতিহিংসা থাকবে না। এসব আমাদের মুখের কথা নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মজলুম দল, তা সারা বিশ্ব সাক্ষী। টানা ১৫ বছর পর যখন স্বৈরাচার ক্ষমতা ছেড়ে পালিয়েছে, আমরা কারো উপর জুলুম বা প্রতিশোধ নেইনি। কারণ, প্রতিশোধ নিব না, এটা আমাদের অঙ্গীকার। বিগত স্বৈরাচারের আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিচার পাইয়ে দিতে আমাদের সহায়তা থাকবে। মূলত এ কারণেই আমরা বিচার ও সংস্কার চেয়েছি। আমরা মজলুমদের পাশে থাকতে চাই, তাদের মুক্তি চাই। আর এ লড়াইয়ে শুধু একটি দল হিসেবে নয়, আপামর জনসাধারণকে পাশে চাই।'

    ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম, জেলা জামায়াতের নায়েবে আমির ইকবাল হুসাইন খান, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রব্বানী খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর বড়ইচরা গ্রামের জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…