এইমাত্র
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

    ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

    স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বরিশালের ছাত্রজনতা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রোগীবাহি অ্যাম্বুলেন্সকে সহজেই ছেড়ে দিচ্ছেন তারা।

    রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে বিক্ষোভ শুরু করার পর দুপুরে মহাসড়কের পাশে গিয়ে আন্দোলন করতে বলায় ছাত্র-জনতার সাথে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে ফের মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা।

    যেকারণে রাজধানী ঢাকার সাথে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

    সূত্রমতে, গত ১৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এই দাবিতে গত শনিবার ছাত্রজনতা ও বাস শ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে ছাত্রজনতা আড়াই ঘণ্টা ও বাস শ্রমিকরা দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এছাড়া শুক্রবার সাত ঘণ্টা, বৃহস্পতিবার আড়াই ঘণ্টা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

    আন্দোলনকারীরা জানিয়েছেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। এছাড়াও সারাদেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন দরকার। নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন করতে হবে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য আন্দোলনকারীরা দাবি করেছেন। দ্রুত সময়ে মধ্যে তাদের এ দাবি আদায়ে জন্য আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের রাজপথে আসার আহ্বান করেন। অন্যথায় তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুশিয়ারী দেওয়া হয়েছে।

    মহাসড়ক ব্লকেডের কারণে রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, 'প্রচণ্ড গরমে গাড়িতে বসে থাকতে খুবই কষ্ট হয়। এভাবে রাস্তা আটকে জনগণের ভোগান্তির কোন অর্থ নেই।' তিনি আরও বলেন, 'ছাত্র-জনতার এ আন্দোলন আমাদের সকলের প্রাণের দাবি, তবে এ দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে নয়; দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে করা যেতে পারে।'

    আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, 'তিন দফা দাবিতে গত দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছি। প্রথমদিকে আমরা অশ্বিনী কুমার টাউন হলের সামনে, শেবাচিম হাসপাতালের সামনে বিভিন্ন কর্মসূচি করেছি। কিন্তু আমাদের আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন ভ্রুক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।'

    বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, 'তিন দফা দাবিতে শিক্ষার্থীরা রবিবারও (১০ আগস্ট) মহাসড়ক অবরোধ করে রেখেছে। কর্মসূচি স্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

    শেবাচিমের ৪৬ জন ট্রলিম্যানকে বহিষ্কার ॥ ছাত্র-জনতার আন্দোলনের জেরধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলিম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি হাসপাতালের সরকারি স্টাফদের ট্রলিম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…