ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ ছিল। প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যেতে হতো শিক্ষক-শিক্ষার্থীদের। এই সংবাদ সময়ের কণ্ঠস্বরে প্রকাশের পর কেন্দ্রীয় যুবদল নেতার নির্দেশনায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করল চরফ্যাশন উপজেলা বিএনপি। এতে উচ্ছ্বসিত ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
জানা যায়, ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও প্রধান প্রবেশ বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যেতে হতো শিক্ষক-শিক্ষার্থীদের। এতে অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। নিরাপদ ও সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের বদলে শিক্ষার্থীদের পড়তে হতো ভয় ও অনিশ্চয়তার মধ্যে। গত ৪ আগস্ট সোমবার সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ হলে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের। তিনি চরফ্যাশন উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওই বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে নির্দেশনা দেন। নেতাকর্মীরা শুক্রবার ৮ আগস্ট ঘটনাস্থলটি পরিদর্শন করে শনিবার ৯ আগস্ট সকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হওয়ায় তারা উচ্ছ্বসিত।
চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন জানান, স্কুল মাঠে জলাবদ্ধতা এমন সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে চরফ্যাশনের কৃতি সন্তান ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের। এরপর তার নির্দেশনায় আমরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্কুলটি পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন করেছি। পরবর্তীতে স্কুল মাঠটিতে বালি ভরাটের ব্যবস্থা করা হবে।
ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মো. হোসেন, চতুর্থ শ্রেণির মারিয়া ও পঞ্চম শ্রেণির শাহারা বলেন, 'আমাদের স্কুল মাঠে হাঁটুসমান পানি থাকতো। স্কুলে আসা-যাওয়ার সময় আমরা পানিতে পিছলে পড়ে যেতাম, বই-খাতা সব নষ্ট হয়ে যেত। অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। রোববার ও সোমবার স্কুলে এসে দেখি মাঠে পানি নাই। জলাবদ্ধতা নিরসন করা হয়েছে, আমরা খুশি।'
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবক মো. রফিক সিকদার বলেন, 'সংবাদ প্রকাশ হওয়ার পর চরফ্যাশন উপজেলা বিএনপির নেতাকর্মীরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এতে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে আসার সময় পানিতে নামতে হয় না। শিক্ষার্থীরা তাদের খেলার মাঠ ফিরে পেয়েছে এবং তারা উচ্ছ্বসিত। তাদের আনন্দ দেখে আমরা অভিভাবকরাও খুশি।'
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সুফিয়া বেগম বলেন, 'সংবাদটি প্রকাশের পর কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। বর্তমানে শিক্ষার্থীরা পানিবন্ধি থেকে মুক্ত এবং খুশি। এই জন্য কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও তার নেতাকর্মীসহ সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
এসআর