ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে সংগঠনকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিএনসিসি ৯ নং ওয়ার্ডের দারুস সালাম থানার পাশে একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, ছাত্রদলকে ভবিষ্যতের জন্য, সুন্দর, পরিপাটি ও সুশৃঙ্খল রাজনীতির ধারায় এগিয়ে নিতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীদের সততা, ত্যাগ ও সংগ্রামের চেতনা নিয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে শীর্ষ মহল থেকে তৃণমূল পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলার বিকল্প নেই। আমরা চাই ছাত্রদল হোক শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব। ব্যক্তিস্বার্থ নয়, সংগঠনের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন, ‘বর্তমান প্রজন্মের ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য ইতিবাচক রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার পরিবেশ তৈরি করতে হবে।’
তিনি বলেন, আশা করি খুব শীঘ্রই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বে একটি নির্বাচিত সরকার গঠিত হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল স্বপ্ন ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। তার হাত ধরেই আগামীর সুন্দর ও শান্তিপ্রিয় বাংলাদেশ গড়ে উঠবে।
কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও অপকর্ম থেকে সংগঠনের নেতাকর্মীদের বিরত থাকতে হবে। এ লক্ষ্যে তার হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে অবশ্যই জনগণের আস্থা অর্জনের জন্য স্বচ্ছ, সৎ ও ইতিবাচক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে হবে।
দারুস সালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপুর সভাপতিত্বে, সদস্য সচিব ওমর নাইম ও জিহাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ, সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস ও সিনিয়র যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে দারুস সালাম থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, সহ-দপ্তর সম্পাদক কাজী কাওসারসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সংগঠন পুনর্গঠন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এফএস