এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম

    এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম

    চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। শুরুতে ভারতে টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক কারণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তাছাড়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

    আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। ফলে এটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ভারত। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই স্কোয়াড নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর।

    গুঞ্জন উঠেছে, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার গম্ভীরের এই পরিকল্পনার অংশ নন। তাই তাদেরকে বাদ দেওয়া হতে পারে এশিয়া কাপের স্কোয়াড থেকে। এরা হলেন- শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। এছাড়াও দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়েও সংশয় রয়েছে।

    সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের দল নির্বাচন করতে পারেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। সবটাই নির্ভর করছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল দলের ওপর। তারা প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস রিপোর্ট পাঠাবে। সেটা দেখে দল নির্বাচন করা হবে।

    প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা না-ও করতে পারেন গৌতম গম্ভীর ও আগারকাররা। ভারতের টপ ও মিডল অর্ডার প্রায় পাকা। গত কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন ও চার নম্বরে খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বার্মা। পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডিয়া।

    আর এই ব্যাটিং অর্ডারের কারণেই জায়গা হবে না শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের। এছাড়াও এই দলে জায়গা হচ্ছে না গত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শনের। তাছাড়া জায়গা হারাতে পারেন অভিজ্ঞ সঞ্জু স্যামসনও। পরিবর্তে জায়গা পাবেন জিতেশ শর্মা বা ধ্রুব জুরেলের মধ্যে এক জন।

    ছয় থেকে আট নম্বর পর্যন্ত অলরাউন্ডার খেলাবে ভারত। সেই তালিকায় রয়েছেন রিঙ্কু সিংহ (প্রধানত ব্যাটার, তবে বলটাও করতে পারেন), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবাম দুবে। নীতীশ কুমার রেড্ডি চোট পেয়েছেন। এশিয়া কাপের আগে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। অলরাউন্ডারদের পর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

    পেসারদের তালিকায় অর্শদীপ সিংহ ও জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ড সফরে পাঁচটার মধ্যে তিনটি টেস্ট খেলেছিলেন ভারতীয় পেসার। তবে এশিয়া কাপে পাওয়া যাবে তাকে। সেখানে খেললেও তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়তো খেলবেন না বুমরাহ। পাশাপাশি হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে এক জন সুযোগ পেতে পারেন এশিয়া কাপের দলে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…