গাজীপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। এ ঘটনায় আশপাশে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুর নগরের ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত রোওয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা এ কর্মসূচি শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের অভিযোগ, গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও বারবার সময়ক্ষেপণ করছে। সকালে কাজে গিয়ে তারা জানতে পারেন, কারখানা অন্য মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এ অবস্থায় বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগরা এলাকার রোওয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল ৯টায় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা পুনরায় কারখানার ভেতরে অবস্থান নেন।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসপি) আল মামুন শিকদার 'দ্যা ডেইলি ক্যাম্পাস'কে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করলেও বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।
এইচএ