এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব (৪২)। গত বুধবার হাবিবুর রহমানের স্ত্রী মাহফুজা বেগম স্বামীর সন্ধান চেয়ে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত শনিবার তিনি নিজ বাড়ি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আর ফেরেনি। পরিবারে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে তার তথ্য পাঠিয়েছে বলেও জানান।
নিখোঁজ হাবিবুর রহমানের ভাই মো. কাইসার বলেন, 'গত ২ আগস্ট শনিবার ভোরে নামাজ পড়ে শহরে যাবেন বলে ঘর থেকে বের হয় হাবিবুর রহমান। নিজের মোবাইল নষ্ট হওয়ায় যাওয়ার সময় তিনি মোবাইলটি ঘরেই রেখে যান। আমরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছি।'
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'নিখোঁজ ব্যক্তির স্ত্রী থানায় একটি জিডি করেছে, পুলিশ তার সন্ধানে চেষ্টা করে যাচ্ছে।'
এসআর