এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ এএম

    চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ এএম
    সংগৃহীত ছবি

    উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, ৩৬ দলের এই বিস্তৃত ফরম্যাটে। গতোকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল লিগ পর্বের ড্র, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। এবারও তারা লড়বে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে।

    এ ছাড়া লিগ পর্বে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এই পর্ব চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। এই ৩৬ দল থেকে পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর নবম থেকে ২৪তম হওয়া ১৬টি দল প্লে–অফ খেলবে, সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যুক্ত হবে আর ৮টি দল।

    মোনাকোর রাজকীয় ভেন্যু গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হয় ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সঞ্চালনায় ছিলেন যথারীতি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো। এরপর মঞ্চ আলোকিত করেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন ও সহকারী সাধারণ সম্পাদক জর্জিও মারচেট্টি। আর ড্রতে পট উত্তোলনে সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এবং সুপারকম্পিউটারে গ্রুপিং পরিচালনা করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা।

    ড্রতে প্রতিযোগী ৩৬ দলকে আগেই চারটি পটে রাখা হয়েছিল। কো-এফিশিয়েন্ট র‍্যাংকিংয়ের ভিত্তিতে সাজানো এই তালিকার প্রথম পটে ছিল সব হেভিওয়েট দল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা জায়গা পেয়েছে। সে হিসেবে প্রথমে একে একে তাদের নাম তুলেন ইব্রাহিমোভিচ। আর কাকা সুপারকম্পিউটার বাটনে প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকের প্রতিপক্ষ ও ভেন্যুর তালিকা সামনে আসে।

    নিয়মানুযায়ী, বিশেষায়িত সফটওয়্যার জানিয়ে দিয়েছে নাম তোলা দল কোন আট প্রতিপক্ষের সঙ্গে খেলবে এবং কোন কোন দলের বিপক্ষে ‘হোম’ ম্যাচ আর কোন কোন দলের বিপক্ষে খেলবে ‘অ্যাওয়ে’ ম্যাচ। একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পটের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু শর্ত। যেমন একই দেশের দুই দল মুখোমুখি হবে না, আবার একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে। এসব শর্ত মেনে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি দলের প্রতিপক্ষ চূড়ান্ত করেছে।

    একনজরে কে কার প্রতিপক্ষ :

    পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

    রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।

    ম্যানচেস্টার সিটি : বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।

    বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সেন্ট–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।

    লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।

    ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া (অ্যাওয়ে)।

    চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।

    বরুসিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।

    বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।

    আর্সেনাল : বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

    ইউসিএলের লিগপর্বে ৩৬টি দলের প্রতিপক্ষ এবং হোম-অ্যাওয়ে ম্যাচ নির্ধারিত হয়েছে। তবে কবে কার খেলা সেই ফিক্সার এখনই পূর্ণাঙ্গ হয়নি। যা আগামী শনিবার জানাবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…