এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জামালপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম

    জামালপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম

    জামালপুরের ইসলামপুরে কম্বলে জড়ানো অবস্থায় একদিন বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোশাররফগঞ্জ বাজারে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসেন। পরে নবজাতককে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

    শিশুটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসেন। ঠান্ডার কারণে শিশুটি কাঁপছিল বলে জানা যায়, তবে চিকিৎসকের সহায়তায় ধীরে ধীরে স্থিতিশীল হয়। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    ঘটনার পর সোমবার রাতে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিশুটির জন্য বৈধ অভিভাবক নিয়োগে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিশু আইন অনুযায়ী বৈধ তত্ত্বাবধায়ক বা অভিভাবক নিয়োগ করা হবে।

    ইচ্ছুক দম্পতিদের আবেদনপত্র আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।

    ইউএনও নাজমুল হুসাইন বলেন, ‘খবর পেয়ে আমরা শিশুটিকে দ্রুত উদ্ধার করেছি। তার সুস্থতা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আইন অনুযায়ী যোগ্য ও দায়িত্বশীল অভিভাবক নিয়োগ করা হবে, যাতে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এবং পরিবার ও সমাজে পুনঃএকত্রীভূত হতে পারে। আমরা আশা করি, সমাজের সম্মিলিত দায়িত্ববোধ ও সহমর্মিতা এই শিশুটির জীবনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…