এইমাত্র
  • ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত: রুহুল কবির রিজভী
  • নান্দাইলে দুই বছর ধরে বন্ধ সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিক
  • খালেদা জিয়া সবার হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য
  • জবি সংস্কার আন্দোলন থেকে জকসু নির্বাচনে নওশীন
  • নরসিংদীতে জাল নোটসহ দুইজন আটক
  • কটিয়াদীতে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার
  • গ্রেপ্তার ইউনুচের রিমান্ড চায় পুলিশ
  • ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ৪০০ মাইল দূরে বদলি, লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    ৪০০ মাইল দূরে বদলি, লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচজনসহ মোট ৪২ জনকে মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে পাশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম।

    বদলির আদেশ অনুযায়ী কাশেমকে প্রায় ৪০০ মাইল দূরের বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

    শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাকে সাড়ে ৪০০ মাইল দূরে বদলি করা হয়েছে। এতে আমি বিচলিত নই।’

    আবুল কাশেম বলেন, ‘আমার মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে বদলি করা হয়েছে পার্শ্ববর্তী জেলা এবং বিভাগে। আরও অনেককে বদলি করা হতে পারে।’

    তিনি আরও বলেন, ‘এ নিয়ে কেউ বিচলিত হবেন না। প্রয়োজনে আইনি লড়াইয়ে যাব। তবে আন্দোলন থেকে সরে আসব না। আপনাদের পাশে রয়েছি। অবিলম্বে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। সে জন্য যদি জেলেও যেতে হয়, প্রস্তুত রয়েছি।’

    এ বিষয়ে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

    ৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…