এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গজারিয়ায় রোকেয়া দিবসে জীবনসংগ্রামে জয়ী চার নারীকে সম্মাননা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

    গজারিয়ায় রোকেয়া দিবসে জীবনসংগ্রামে জয়ী চার নারীকে সম্মাননা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে রোকেয়া দিবসে জীবনসংগ্রামে জয়ী চার নারীকে সম্মাননা প্রদান করা হয়।

    শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

    অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান।

    তিনি তাঁর বক্তব্যে নারী উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, এবং সহিংসতা প্রতিরোধে প্রশাসনের সচেতন ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, “একটি নিরাপদ সমাজ গঠনে নারী-পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

    সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী নেত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এদিন চারটি ক্যাটাগরিতে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ সালমা আজিজ,শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ মাসুমা খাতুন,সফল জননী নারী: মাহমুদা আক্তার,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: উম্মে হাবিবা।

    সম্মানিত নারীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, এবং ডিজিটাল জগতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…