এইমাত্র
  • সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিজিবির এক রিজিয়নে এক মাসে ৪ কোটি টাকার চোরাচালান আটক

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

    বিজিবির এক রিজিয়নে এক মাসে ৪ কোটি টাকার চোরাচালান আটক

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

    চলতি বছরের নভেম্বর মাসজুড়ে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার মাদক ও চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের সদস্যরা।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিজিবির রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়ন আয়োজনে দিনাজপুর সেক্টরের গুলজার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। একইসাথে মানব পাচার রোধ এবং সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কার্যক্রমেও নজর রেখেছে বিজিবি।

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার।

    বিজিবি কর্মকর্তারা জানিয়েছে, এ বছরের নভেম্বর মাসে এই রিজিয়নের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে। তারা মাদক ও চোরাচালানের সাথে জড়িত। এক মাসে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, প্রসাধনী, ঔষধ, পোশাক, জিরা, ধান, চিনি, পিয়াজ, আপেল, মোটরসাইকেল, সাইকেল, মোবাইল জব্দ করা হয়েছে। ছয় রাউন্ড গুলিসহ তিনটি বিদেশী ওয়ান শুটারগান এবং প্রায় দুই কেজি গান পাউডার জব্দ করা হয়েছে। এছাড়াও ১১৫টি গরু, ১৩টি মহিষ এবং ০২টি ছাগল জব্দ করা হয়েছে।

    চোরাচালান রোধের পাশাপাশি মানব পাচার প্রতিরোধেও বিজিবি বিশেষ গুরুত্ব দিয়েছে। এক মাসে সীমান্ত এলাকা থেকে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে পাচারকারীদের উদ্ধার করা হয়েছে। এছাড়াও ইলিশ পাচার রোধ, জাল টাকা পাচার রোধ ও আন্ত:সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজির টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই সময়ে বিজিবি ও বিএসএফ বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত রক্ষায় সক্ষমতা বাড়াতে সম্প্রতি লালমনিরহাট জেলার ৬১ বিজিবির আওতায় চতুরবাড়ী বিওপি স্থাপন করা হয়েছে। সীমান্তে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

    এছাড়া গত ২৯ নভেম্বর দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় ৩০০ জন গরীব ও দুস্থ এবং একশজন বাচ্চার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি, একটি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ৫০৯ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। নভেম্বর মাসে সীমান্ত এলাকায় বিভিন্ন পর্যায়ে দুই হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভা করে স্থানীয় জনগনকে সীমান্ত সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়েছে।

    এসময় দিনজপুর সেক্টরের অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খানসহ জয়পুরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুরের কর্মরর্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…